হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আহাদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুর রহমান, আবদুল মান্নান, রমেজ আলী, তরিকুল্লাহ, বাচ্চু মিয়া, আবদুস সালাম, ইউসুফ উল্লাহ, আবদুল মজিদ, নসিম উল্লাহ ও আবুল হান্নান। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির এক ঘটনাকে কেন্দ্র করে বাঘজুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে আসামি রজিম আলী ও তার লোকজনের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে সেদিন বিকালে রজিম ও তার অনুসারীরা রাজ্জাককে বাড়ির পাশের হাওরের সামনে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় রাজ্জাকের ছেলে হারুণ মিয়া বাদী হয়ে ২৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম