ময়মনসিংহের গফরগাঁওয়ে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয় এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী গফরগাঁও রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রায় এক হাজার মানুষের বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্ভোধন করেন অভ্যুদয়ের কার্যকরি পরিষদ সদস্য ও ৫নং যশরা উইনিয়নের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম রিয়েল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুলতান আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন, অভ্যুদয়ের কার্যকরি পরিষদ সদস্য ও সমাজ সেবক ঢালী জুবায়ের ইবনে শামছ, গফরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অভ্যুদয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু, সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান মামুন।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অভ্যুদয়ের সিনিয়র সহ-সভাপতি মিজবাহুল সা’দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুল আলম হিরা, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল জিহাদী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, আপ্যায়ন সম্পাদক নাঈম খাঁন, কার্যকরি সদস্য র্মোশেদ আলম, সাব্বির হোসেন, সহ-সম্পাদক আল-আমিন, সানোয়ার হোসেন আকাশ, ড্যানিশ মারাক শুভ, স্মৃতি আক্তার , মহসিন শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/হিমেল