নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী একাডেমী মাঠে হত দরিদ্র শীতার্তদের মাঝে ৫ শাতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিদীপ এর উদ্যোগে বুধবার এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিদীপ সংস্থার নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ, সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া, কালাদরাপ ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, সংস্থার জেনারেল ম্যানেজার আবদুল কাদের সরকার, শেখ সেলিম, চট্টগ্রাম জোনের ম্যানেজার মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালীর এরিয়া ম্যানেজার মুহাম্মদ ইসহাক আলী ও শাখা ব্যাবস্থাপক মো. লিয়াকত আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব