১৭ বছর পর নেত্রকোনা সদর উপজেলার বাংলা বাজার রেল গেইট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে রেলওয়ে ভূমি শাখার কর্মকর্তারা। আজ বুধবার সকাল ১০টায় ভূমি শাখার সহকারী স্টেট অফিসার ও ডেপুটি কমিশনার ওহিদুন নবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সূত্রে জানা গেছে, রেলের অস্থায়ী কর্মচারী শাহজাহান কবীর বিগত ১৭ বছর যাবৎ অবৈধভাবে প্রভাব খাটিয়ে ভূয়া কাগজপত্র তৈরি করে লিজ দেখিয়ে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে স্থায়ী ভোগ দখল করে আসছিলেন। এমনকি পাশে শশ্মানের জায়গাও দখল করে নেয় দখলদার শাহজাহান। এরই প্রেক্ষিতে গত জানুয়ারী মাসে রেল মন্ত্রণালয় বরাবের শ্মশান কমিটির সভাপতি কেশব সেন ও সম্পাদক রূপন সরকারের এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রেল বিভাগের ভূমি শাখার সহাকারী স্টেট অফিসার ওহিদুন নবী বলেন, এ অভিযান চলমান রয়েছে পর্যায়ক্রমে অভিযান চলবে। রেলওয়ে এলাকায় যেসব অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে এবং রেল কর্মচারী দখলদার শাহজাহানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার