নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বারদী ইউনিয়নে পুলিশের সঙ্গে এ 'বন্দুকযুদ্ধ' হয়।
নিহত ডাকাত নজরুল সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আব্দুর জব্বার জানান, একদল ডাকাত ভোরে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে ডাকাত নজরুল নিহত হন।
নিহত নজরুলের লাশ ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পলাতক ডাকাতদের আটকের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম