যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ঘিবা গ্রাম থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে। এছাড়া এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম