পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। তবে এ দুর্ঘটনায় মালবাহী ট্রেনের চালক বসির আহম্মেদকে (৪৮) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় টেলিকম কর্মকর্তা আবু হেনা মোস্তফা আলম ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান।
এদিকে সংঘর্ষে দু'টি ট্রেনের চালক (লোকো মাস্টার) আশিকুর রহমান (৫০) বশির আহম্মেদ (৪৮) আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে মালবাহী দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম