ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি এফপিএস এর আয়োজনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদশর্নীর। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ফটোগ্রাফিক ইন্সটিটিউটের অধ্যক্ষ দেবব্রত চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আশফাক আহমেদ, ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি আহসান হাবিব, সাধারন সম্পাদক অভিষেক কর্মকার।
তিনদিন ব্যাপী এ চিত্র প্রদর্শনী বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। প্রদশনীতে প্রায় দুই শতাধিক ছবি স্থান পেয়েছে। ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত।
বিডিপ্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ২০১৮/ ই জাহান