নরসিংদীতে প্রবাসীকে বহনকারী গাড়ীতে ডাকাতির ঘটনায় রায়পুরা থানার দুই উপ-পরিদর্শক (এসআই)-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে, দুই কনস্টেবল ও দুই সন্ত্রাসীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্টেট শাহিন আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সোহেল মিয়া গত ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার এক পাম্প থেকে গ্যাস নেয়ার জন্য চালক গাড়ি থামায়। এসময় অপর একটি প্রাইভেটকার যোগে আসা রায়পুরা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত ও আজহার আলীসহ সঙ্গীয় ফোর্স ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের আটক করে নিয়ে যায়।
পরে পুরানপাড়া ব্রিজ এলাকায় নিয়ে প্রবাসী সোহেলের নিকট থাকা দুইটি স্বর্ণেরবার, মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নেয়। পরে প্রবাসী সোহেলের আত্মীয় শাহজাহান সদর মডেল থানায় মামলা করেন।
সিএনজি স্টেশনের সিসিটিভির ফুটেজে দেখা যায়, রায়পুরা থানার এসআই সাখাওয়াত হোসেন ও আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলামসহ অন্য তিনজন প্রবাসীদের আটক করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় প্রথমে পুলিশ এসআই সাখাওয়াত হোসেনক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলামকে আটক করা হয়।
আটক সাখাওয়াতের কাছ থেকে ডাকাতির ১৮ হাজার টাকা, এসআই আজহারুল ইসলামের কাছ থেকে স্বর্ণেরবার ও সাদেক মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এর আগে রায়পুরা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ৭০ লাখ টাকা ডাকাতির অভিযোগ উঠে। যা তদন্তধীন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত