কঠোর সতর্কতার মধ্য দিয়ে আজ খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের জেলার বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৪৯ জন শিক্ষার্থী।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর খুলনায় ৮৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৬৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৫৩৭ জন। এসএসসি পরীক্ষায় ৫৬, ভোকেশনাল ২০ জন ও দাখিল পরীক্ষায় ৭৩ জন অনুপস্থিত ছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক টি এম জাকির জানান, প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে আধাঘন্টা আগে পরীক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাকে ঘিরে অভিভাবকদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার