বরিশাল নগরীতে অবৈধভাবে মোটর চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে রিকশা ভ্যান ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন। পরে তারা একই দাবিতে সিটি মেয়র এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
সংগঠনের মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মহানগর সভাপতি আবুল কাসেম ভাষানীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আখতার হোসেন শপ্রু, সিনিয়র সহ-সভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন নাসির এবং সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক বাদল প্রমুখ।
বক্তারা সিটি করপোরেশন এলাকা থেকে অবৈধ মোটর চালিত রিকশা বন্ধ করে প্রকৃত রিকশা চালকদের রুজি-রোজগারের ব্যবস্থা করার দাবি জানান।
পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে সিটি করপোরেশন এবং জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দেন তারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন