মহান ভাষার মাসের প্রথম দিনে বৃহস্পতিবার সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরই স্কুলের শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা নব নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানান। বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে গত বছরের ৭ ডিসেম্বর নির্মাণ কাজ শুরু হয়েছিল।
আজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান (অতি: ডিআইজি) বিপিএম-বার, তিনি বলেন, ভাষা আন্দোলনে সফলতার পথ ধরেই আমরা পেয়েছি স্বাধীনতা। জাতির পিতার নেতৃত্বে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজার রহমান, ভাষা সৈনিক গাজীউল হকের পুত্র রাহুল গাজী, মুক্তিযোদ্ধা সুরতজ্জামান, আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতারুজ্জামান, বর্তমান সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বিইউজের সাধারণ সম্পাদক জেএম রউফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন