শত বছরের অধিক পুরনো পারিবারিক কবরস্থান ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক আলেয়া বেগম। আজ দুপুরে চৌরঙ্গী সংলগ্ন তুলাসার গ্রামের খাঁন বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সম্মেলনে শরীয়তপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের তুলাসার মৌজার ৪৭৮নং খতিয়ানের ২১৩নং এসএ ও ৬৬৮নং বিআরএস দাগে ১৯ দশমিক ২৫ শতাংশ জমি পৈত্তিক সূত্রে পান আলেয়া বেগম ও তার ভাই দীল মোহাম্মদ খাঁন। সেই জমির মধ্যে দশমিক ২৬৯ শতাংশ আলেয়ার পারিবারিক কবরস্থান। সেই কবরস্থান জোর পূর্বক দখল করে মাটি দিয়ে ভরাট করে ঘর উত্তোলন করছে ভূমিদস্যুরা।
এ ব্যাপারে আলেয়া বেগম বলেন, ১০০ বছর আগের আমাদের পারিবারিক কবরস্থান। সেই কবরস্থান দখল করে চিকন্দী ইউনিয়নের ছোট সন্দিপ গ্রামের অ্যাডভোকেট হুমায়ন কবীর মুন্সী তার লোকজন নিয়ে রাতের আঁধারে ঘর উত্তোলন করছে ও মাটি ফালাচ্ছে। আমরা বাঁধা দিলে আমাদেরকে মৃত্যুর হুমকি দেয়।
আলেয়া বেগম বলেন, কবরস্থান দখল করে ঘর উত্তোলনের ব্যাপারে আমি পালং থানার ওসি ও মেয়রকে জানিয়েছি। কিন্তু তাতেও হুমায়ন কবীর কারো কথা শুনছে না। আমি আমাদের জমি ও কবরস্থান ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শরীয়তপুরের ডিসি ও এসপির সাহায্য কামনা করছি।
অ্যাডভোকেট হুমায়ন কবীর মুন্সী বলেন,আলেয়া বেগম তথ্য ভুল দিয়েছে। আমি জমি কিনেছি,তবে কবরস্থান দখল করিনি। কবর স্থান আলাদা রেখে মাটি ভোরাট করেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার