নাটোরের গুরুদাসপুরে পুর্ব বিরোধের জের ধরে কামাল হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ পৌর শহরের চাঁচকৈড় চাকার মোড় নামক স্থানে ওই ঘটনা ঘটে। আহত কামাল হোসেন রাজশাহী সরকারি পলিটেকনিকেল ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজার এলাকায় তার বাড়ি। তার বাবার নাম সোহেল রানা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলাতাব হোসেন জানান, সোহেল রানার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। একই সাথে নাকের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক্স-রে রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, কামাল হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় তার মা মোছা. মতিয়া পারভিন বাদী হয়ে আজ দুপুরে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একই এলাকার মো. মিলন (২৭) মো. এমদাদুল হক (৩৫) বাবু (২৫) আব্দুস সামাদ (৫০) ও আল আমিনকে (২২) আসামি করা হয়েছে। পুলিশ আসামি এদদাদুল হককে গ্রেফতার করেছে।
আহত কামলা হোসেন অভিযোগ করেন, আসামিরা এলাকায় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এনিয়ে আগে থেকেই তাদের সাথে বিরোধ ছিল। আজ শনিবার আসামিদের বাড়ির কাছে গেলে আসামি এমদাদুল হক ও মিলন আগ বাড়িয়ে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদ জানান তিনি। এক পর্যায়ে আসামিরা সম্মিলিতভাবে তার ওপর আক্রমণ করে।
এক পর্যায়ে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্যাতন করে। নিযার্তনের এক পর্যায়ে সড়কের ওপর পরে গেলে আসামীরা স্থানত্যাগ করে। এসময় তার কাছে থাকা একটি মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়।
কামাল হোসেনের মা মতিয়া পারভিন অভিযোগ করেন, অনেক কষ্টে ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। কিন্তু অন্যাভাবে তার ছেলেকে মারপিট করে হত্যা চেষ্টা চালানো হয়েছে। আসামিদের গ্রেফতার করে শাস্তি দাবি করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আসামি এমদাদুল হকের চাচা গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, ঘটনার বিষয়টি স্থানীয় ভাবে আপোস করতে কামাল হোসেনের মা মতিয়া পারভিনকে অনুরোধ করা হয়েছে। তার পরও মামলা করেছেন তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার