বরিশালের উজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ফারজানা আক্তারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাসের আরোহীরা তাকে অপহরণ করে বলে অভিযোগ উঠেছে। ফারজানা উজিরপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেম হাওলাদারের মেয়ে।
আবুল হাসেম জানান, গত শুক্রবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস যোগে তার মেয়েকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর পরপরই তিনি বিষয়টি উজিরপুর থানা পুলিশকে অবহিত করেন।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি সাব-এ্যাসিসট্যান্ট মেডিকেল অফিসার বেবী রানী কান্তি লাল জানান, ফারজানা আক্তার শনিবার কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিল। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, ফারজানার সাথে দীর্ঘ দিন ধরে তার (ফারজানা) মামাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা বিয়ে করেন। তবে ফারজানার অভিভাবকরা ওই বিয়ে মেনে নেয়নি। ধারণা করা হচ্ছে বাবা-মাকে না জানিয়ে ফারজানা তার স্বামীর কাছে চলে গেছে।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, ফারজানার বাবা পুলিশকে অবহিত করার পর বিভিন্ন স্থানে এবং তার স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা সম্প্রতি বিয়েও করেছেন। তারপরও অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার