নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আজ ৬ জনকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা। বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম ও মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
আটককৃত রেজাউল হক প্রকাশ রঞ্জু, মো. রহিম, আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. তাজু ও শামীমকে ১ বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা প্রত্যেককে ১ বছর করে সাজা দেন। জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে গত কয়েকদিন থেকে বিভিন্ন ভ্রাম্যমান আদালতে অপরাধীদের সাজা ও ভেজাল বিরোধি অভিযান চলছে। অপরদিকে, শনিবার সকালে জেলা ডিবি পুলিশের ওসি আবুল খায়েরের নেতৃত্বে ইয়াবা, ফেনসিডিল ও ২১ মামলার আসামিসহ ১০ জনকে আটক করেছে। আটককৃতরা হলো আবদুর রহিম (৩৮), হাসান মাহমুদ মামুন (২৯), আবদুল্লাহ আল মামুন (২০), মোবারক হোসেন (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আবদুল খালেক বাবলু (২৪), মনির আহাম্মদ মোহন (৩৫), রিয়াজ উদ্দীন (২৪), কামরুল ইসলাম রুবেল (৩০) ও ইকবাল হোসেন (৩০)। এদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও জেলা ডিবি ওসি আবুল খায়ের জানান, মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার