বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত ও বিএনপির ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ইউপি সদস্য বিএনপি নেতা আইনুল হক, বুড়িগঞ্জ এলাকার জামায়াত নেতা সিদ্দিক হোসেন, বিএনপি নেতা তোজাম হোসেন, আটমূল ইউনিয়নের আশরাফ আলী ও আয়ূব আলী।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। নাশকতা ঠেকাতে নিয়মিত অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার