বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হয়েছে। সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীরা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির বিচার হচ্ছে। খালেদা জিয়া ফেঁসে গেছেন। সব বাঘা বাঘা আইনজীবি তাঁর পক্ষে আদালতে গেছেন। তাঁর আইনজীবিরা আইনের কথা বলছেন না, উনারা বলছেন খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বলবে। এটা কেন? কারণ উনারা বুঝতে পেরেছেন, মামলার রায় হবে। মামলার রায় কারো বিরুদ্ধে নয়, অপরাধের বিচার হবে।
আজ বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দলীয় সদস্য সংগ্রহ-নবায়ন উপলক্ষ্যে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর সভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার