নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবভদ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়ানী ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আনোয়ার এলাহী মিন্টুর ছেলে মোহন হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. মোহন (২৭) এবং রুদ্রপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নাছির আলম (৩৪)। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২০ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান চলাকালীন স্থানীয় টিটা বাহিনীর লোকজন ৪/৫টি মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় মাঠে প্রবেশ করতে উদ্যত হয়। এসময় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক রুদ্রপুর গ্রামের দাউদের ছেলে ফাহাদ তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ফিরে যান। ওই ঘটনার জের ধরে টিটা বাহিনীর লোকজন শনিবার বিকেলে বেগমগঞ্জের রুদ্রপুর ফাহাদের বাড়িতে অতর্কিত গুলি ও ককটেল বোমা চালিয়ে তাকে জোরপূর্বক তুলে আনার চেষ্টা করে। ওই সময় তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে আসলে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ও ককটেল বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মো. মোহন ও নাছির আলম গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মোহনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এতে জড়িত থাকার অভিযোগ মোহন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম