নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় মাসুম পারভেজ (৩০) নামের ডিবি পুলিশের এক সোর্সের একটি চোখ তুলে নিয়েছে মাদক ব্যবসায়ীরা।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত মাসুম পারভেজ মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার ছোট পালদিয়া এলাকার আবুল হোসেন মল্লিকের পুত্র। সে বর্তমানে কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগ সাঝতলাস্থ আসাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
আহত মাসুম পারভেজ স্থানীয় সাংবাদিকদের জানায়, একবছর আগে তার দেয়া তথ্যের ভিত্তিতে পাগলা আকনগলি এলাকার মাদক সম্রাট রহমানের ভাই সজলকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার রাতে সে খবর পায় রহমান ও তার লোকজন মাদকের একটি চালান আনছে। তিনি এ খবরটি ডিবি পুলিশের এসআই রবি চরন চৌহানকে জানান। এসআই রবি চরন চৌহান পারভেজকে মাদক ব্যবসায়ীদের গতিবিধি লক্ষ্য রাখতে বলে জানান, তিনি গাড়ি নিয়ে রওয়ানা দিচ্ছেন। রাত ১০টার দিকে সোর্স মাসুম পারভেজ আকন গলি এলাকায় মাদক সম্রাট রহমান ও তার অনুসারীদের গতিবিধি লক্ষ্য রাখার এক পর্যায়ে রহমান, সজল, এনামুল, আকবর, লিখনসহ অজ্ঞাত আরো ৭/৮ জন অতর্কিতে মাসুম পারভেজের উপর হামলা চালায়। এসময় রহমান তার হাতে থাকা পিস্তল দিয়ে তাকে জিম্মি করে এলোপাথারি মারধরের একপর্যায়ে রহমান তার দু’টি আঙ্গুল মাসুম পারভেজের দুই চোখে প্রবেশ করিয়ে দেয়। এতে মাসুম পারভেজের ডান দিকের চোখ উৎপাটন হয়ে বেরিয়ে আসে। পরে মাসুম ওই অবস্থায় দৌড়ে পাগলা শরীফবাগ এলাকায় এসে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ হাসান সুমন জানান, আহত সোর্স মাসুম পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীরা তার একটি চোখ উপড়ে ফেলেছে।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান