ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে ওই গ্রামের রেললাইনের পাশে ঝোপের মধ্যে স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত যুবকের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল