কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জামাল মিয়া নামে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ সকালে কিশোরগঞ্জ সদরের বড়পুল এলাকায় বিএডিসির পুরাতন বাসস্ট্যান্ডের কাছে পিকআপ ভ্যানের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামাল মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের আব্দুল হেলিমের ছেলে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ জানায়, চালকের আসনে বসা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল