আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে এখলাচ মোল্লা নামে ১ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলমিয়া ও ইমান আলী মেম্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ফুলমিয়ার সমর্থকরা ইমান আলীর সমর্থক এখলাচ মোল্লার (৬০) বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আহত করে। এ সময় সংঘর্ষে আহত আলী হোসেন (৩৬), আবুল কালাম (৩০), মরজিনা খাতুন (৩২) ও হাবিবুর রহমানকে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এখলাচ মোল্যাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল