সাতক্ষীরার কলারোয়া হাসপাতাল থেকে রেশমা খাতুন নামে এক গৃহবধূ’র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সে সাতক্ষীরার বকচরা গ্রামের তৈয়ব আলীর কন্যা।
নিহতের ভাই আমিনুর রহমান সাংবাদিকদের জানান, ৩ মাস পূর্বে কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের হোছেন আলীর ছেলে ট্রলিচালক জাহাঙ্গীর হোসেন (২৮) এর সাথে তার বোনের বিবাহ হয়। শুক্রবার রাত ২টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারে যে তার বোন ষ্টোক করেছে। ওই সময় তারা বাড়ি থেকে রওনা দেন। পরে কলারোয়ার পাঁচপোতা গ্রামের এসে তার বোনকে দেখতে না পেয়ে খোঁজা শুরু করে। লোকজন জানায় তার বোনকে কলারোয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সাথে সাথে তারা কলারোয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার বোনকে মেঝতে পড়ে থাকতে দেখেন। সেখানে কাউকে না পেয়ে তারা ডাক্তারকে জিজ্ঞাসা করলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে নিহতের ভাই আমিনুর রহমানের দাবি তার বোনকে পিটিয়ে হত্যা করে কলারোয়া হাসপাতালে ফেলে রেখে জাহাঙ্গীর পালিয়েছে।
কলারোয়া থানার এসআই সোলাইমান আক্কাস জানান, ময়নাতদন্ত ছাড়া রেশমার মৃত্যুর বিষয়ে কোন কিছু বলা যাবেনা।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল