নাটোরের সর্বত্র মোবাইলে মোবাইলে চলছে জমজমাট লুডু জুয়া। এতে করে বিপথগামীর পথে ছাত্র ও যুবসমাজ। জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন হাট-বাজার ছোট-বড় দোকানে, খেলার মাঠে, স্কুল মাঠে বা ক্লাব ঘরে চলছে এসব লুডু জুয়া। সবচেয়ে বেশি লুডু জুয়া চলছে জেলার চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায়।
জমজমাট এই লুডু জুয়ায় ছাত্র ও যুবসমাজ নষ্টের পথে যাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তাই এসব জুয়া এখনই বন্ধ না করলে যুবসমাজ বিপথগামী হবে।
সামাজিক সংগঠন ‘চলনবিল ফেসবুক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট খলিল মাহমুদ বলেন, মোবাইলে জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। সবাই যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সিংড়ার কিছু অলিগলিতে বসে মোবাইলে লুডু খেলার নামে জুয়া খেলা চলে। এটা বন্ধে প্রশাসনের সহযোগিতা জরুরি।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জুয়া খেলা অপরাধ। কিন্তু এখানে জুয়া খেললেও এদের শনাক্ত করা কঠিন। এটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে নির্মূল করা কঠিন। তবে সচেতনতা বাড়াতে হবে। বেশি বেশি এর কুফল নিয়ে প্রচার করতে হবে। তাহলে মানুষ নিজ থেকেই এসব থেকে সরে আসবে।
তবে এ ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকলে জানানোর অনুরোধ করেন এ পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম