রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। প্রথম রাউন্ডে রাঙামাটি জেলার ৮২,৮২২ জন শিশুকে খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল।
শনিবার সকালে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার। এ সময় রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, রাঙামাটি জেলার ১৩০০টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ৮ ফোঁটা করে খাওয়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণত বছরে দুইবার ছয় থেকে পাঁচ মাস বয়সীদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ অভাবে রাতকানা রোগ ও রক্তে এর ঘাটতি দেখা যায়। সে কারণে এ অঞ্চলে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে আমরা সে বিষয়ে বিশেষ নজড় রেখেছি।
এব্যাপারে রাঙামাটি পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন জানান, পাহাড়ের মানুষ এখন অনেক সচেতন। তাই সকাল থেকে ক্যাম্পেইনে খুব সারা পাচ্ছি। সাড়িবদ্ধভাবে সবাই তাদের শিশুদের ভিটামিন এ খাতে আসছে। দূর্গম এলাকাতে বসবাসরত মানুষগুলো যাতে তাদের শিশুদের সহজে ভিটামিন এ খাতে পারে তার জন্য আমাদের নির্ধারিত টিকা কেন্দ্রে টিকা খাওয়ানো হচ্ছে। এবং আশে পাশের বিদ্যালয়গুলোতে অস্থায়ী ক্যাম্পেইনের ব্যবস্থা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর