নাটোর শহরতলীর চকবৈদ্যনাথ মহল্লার মেধাবী কলেজ ছাত্রী নওশীন রহমান রিশাত (১৭) বাঁচতে চায়। তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। আট মাস ধরে সে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের কিডনি রোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান ডা. নাজনীন মাহ্মুদের অধীনে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত রিশাতের চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। তাকে একটি কিডনি দান করে বাঁচিয়ে তুলতে চান তার বাবা আতাউর রহমান।
ঢাকা শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজি হসপিটালের ডা. মো. কামরুল ইসলাম জানিয়েছেন, প্রায় মৃত্যু পথযাত্রী রিশাতের কিডনি প্রতিস্থাপনে ব্যয় হবে আনুমানিক আরও ২০ লাখ টাকা। রিশাতের বাবা আতাউর রহমান বর্তমানে একেবারেই বেকার জীবনযাপন করছেন। বাড়িভিটা ছাড়া তার আর কোনো সম্পদ নেই। তার ছেলেটিও মানসিক প্রতিবন্ধী। রিশাত নাটোর সিটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রিশাতের মামা-খালাদের সহযোগিতায় এতোদিন তার চিকিৎসা চলেছে। তার কলেজের শিক্ষক ও সহপাঠিরাও তার পাশে দাঁড়িয়েছেন। এখন এই মেধাবী ছাত্রীকে বাঁচাতে হলে দরকার আরও প্রায় ২০ লাখ টাকা। যা যোগার করা তার পরিবারের পক্ষে কোনো ভাবেই সম্ভব নয়। তাই তার বাবা-মায়ের পাশাপাশি তার কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেছেন, তাদের একটু সহযোগিতাই পারে বাবা-মায়ের একমাত্র মেয়ে মেধাবী ছাত্রী নওশীন রহমান রিশাতের জীবন বাঁচাতে।
রিশাতের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে ০১৭২৩-০৫৭৯৫৮ এবং ০১৭৪৯-২৯১৯২৯ মোবাইল নম্বরে। তাকে সহযোগিতা পাঠানো যাবে জনতা ব্যাংক নাটোর স্টেশনবাজার শাখার তার বাবার চলতি হিসাব ১৫৬১/০ নম্বরে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম