ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি জিআরপি পুলিশ উদ্ধার করে। লাশটির পরনে লঙ্গী ও গায়ে গেঞ্জি রয়েছে।
স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেয়া হয়েছে। স্থানীয়রা ধারণা করছে তাকে হত্যা করে কেউ ফেলে রেখে গেছে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, লাশের খবর জিআরপি পুলিশকে জানানো হয়। দুপুরে যশোর থেকে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর