বেনাপোলের পুটখালী সীমান্তের খলসী বাজার থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডরারসহ আক্তারুল ইসলাম নামে এক যুবক কে আটক করেছে বিজিবি।
শনিবার দুপুরে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক আক্তারুল পুটখালী গ্রামের ইউছুপ আলীর ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তারিকুল হাকিম জানান, পুটখালী বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল বাজার থেকে এক ব্যাক্তি হুন্ডির একটি চালান নিয়ে পুটখালী সীমান্তের দিকে আসছে। এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সীমান্তের খলসী বাজারে অবস্থান নেয়। এসময় আক্তারুল ইসলাম নামে এক যুবককে একটি মটর সাইকেলসহ আটক করে।
তিনি আরও জানান, পরে তার দেহ তল্লাশী করে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। আটককৃত আসামী, ডলার ও মটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর