মৌলভীবাজারের বড়লেখায় দ্রুতগামী ট্রাকের চাপায় নাজিম মিয়া (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে দক্ষিণভাগ ইউনিয়নে সফরপুর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
ইউপি সদস্য জয়নাল আবেদীন সুনু জানান, দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া গ্রামের ইছবর আলীর পুত্র নাজিম মিয়া, তার স্ত্রী, ভাগনা ও সমন্দিসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে কুলাউড়ায় নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে সফরপুর ওয়াপদা নামক স্থানে দ্রুতগামী ট্রাক সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দিলে যাত্রী নাজিম মিয়ার মাথায় সজোরে আঘাত লাগে। এতে তিনি সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন। তবে সিএনজিচালিত অটোরিকশা আরোহী অন্য যাত্রীগণ অক্ষত আছেন।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর জানান, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজনের দেয়া তথ্য মতে, মাছ পরিবহনকারী ওই ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম