নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাসুম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের রেকমত আলী বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুম মিজমিজি পাইনাদি মধ্যপাড়া ঈদগাহের সাথেই ভাড়া থাকতেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তরের সাড়ে পাঁচআনি গ্রামের নান্নু দেওয়ানের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারকালে হাতে নাতে মাদক ব্যবসায়ী মাসুমকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম