বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আব্দুল মমিন (৩৬)।
শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার নয়মাইল আতাহার আলী অটোরাইচ মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার ফুলকোট স্কুলমাঠ পাড়ার মৃত আলিমুদ্দিন আকন্দের ছেলে। আহত আব্দুল মমিন একই গ্রামের ওয়াহেদ আলী প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, মহাসড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ঘুরিয়ে নেয়ার সময় পিছন দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
বগুড়ার শাজাহানপুর থানার এসআই শাজাহান আলী জানান, শনিবার দুপুরে নয়মাইল স্ট্যান্ডের দক্ষিণ পাশে চেকপোস্ট বসানো হয়েছিল। চেকপোস্টের প্রায় ২০০ গজ দক্ষিণে আতাহার আলী অটোরাইস মিলের সামনে এ ঘটনাটি ঘটে। আহত মোটরসাইকেল চালক ও আরোহীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান