চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া গ্রামে রথযাত্রার প্রথম দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শিশির নন্দী (৩০) নামে নিহত এই ব্যক্তি ওই এলাকার প্রাথমিক স্কুলের একজন শিক্ষক। শনিবার রাতে চরপাথালিয়া সড়কে রথমণ্ডপের চূড়ায় দুর্ঘটনাটি ঘটে।
শিশির নন্দী উপজেলার নায়েরগাঁও গ্রামের হারাধন মাস্টারের ছেলে। তিনি একই উপজেলার বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার