দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় কামরুজ্জান কামু (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চণ্ড্রিপুর হাফিজিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত কামরুজ্জামান জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
দিনাজপুর বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান কামুকে মৃত ঘোষণা করেন। এঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার