ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিরাজুল আড়ুয়াকান্দি গ্রামের মৃত কাওছার মন্ডলের ছেলে।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন সিরাজুল। পথিমথ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক পার হতে গেলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা লাগে। পরে কৃষককে স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে নিয়ে আসে। বেলা ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৮/হিমেল