জামালপুরের মেলান্দহে রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক মারা গেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে মেলান্দহ উপজেলার বাঘাডোবা গ্রামে কেয়া অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটেছে।
বয়লার বিফোরণে ঘটনাস্থলেই মিন্টু শেখ ও আব্দুল করিম নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। মিন্টু শেখের বাড়ি মেলান্দহের লক্ষিপুর গ্রামে। অপর শ্রমিক আব্দুল করিমের বাড়ি শেরপুরের সজবর খিলা এলাকায়।
মেলান্দহ থানা পুলিশ দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা