খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে শান্তি জীবন চাকমা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে গুলি করে ও গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। রবিবার(১৫ জুলাই) সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সর্বস্ব পাড়া গ্রামের তেজেন্দ্র লাল চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ) সমর্থিত যুব সমিতির ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।
জানা যায়, রবিবার সকালে স্থানীয়রা পাহাড়ে গরু চড়াতে গেলে একটি লাশ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ উদ্ধার করে নিয়ে আসে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, ‘৫/৬ জন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী শান্তি জীবনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে ও গলাকেটে হত্যা করে।
মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত কলে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৮/হিমেল