মাগুরা সদর উপজেলার বড় শলই গ্রামে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। শনিবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হল বড় শলই গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে সিনথিয়া (৩) ও তার বোন রত্না খাতুনের ছেলে সান (৩)। তার বাবার নাম মুরাদ বিশ্বাস।
জানা যায়, শনিবার দুপুরে সদরের লস্করপুর শশুর বাড়ি থেকে রত্না খাতুন বড় শলই গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। সিনথিয়ার বাবা বিপ্লব হোসেন জানান, ফুফাত ভাই বেড়াতে আসলে বিকাল ৪টার দিকে এক সঙ্গে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায় সিনথিয়া ও সান। কিছুক্ষণ পর তাদের খোঁজ করলে কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুজির পর রাত ৮টার দিকে তাদের মরদেহ বাড়ি থেকে একটু দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে গ্রামবাসী তাদের লাশ উদ্ধার করে।
রবিবার সকালে তাদের লাশ দাফন করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৮/হিমেল