কক্সবাজারের টেকনাফে ২০০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ইয়াবাসহ ২ ব্যক্তিকে ও গাঁজাসহ এক নারীকে আটক করা হয়।
রবিবার সকালে টেকনাফ মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২শ পিস ইয়াবাসহ টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত মোঃ ইউসুফ জালালের ছেলে ছৈয়দ আলম প্রকাশ বাবলু (৩৫) ও কুলাল পাড়া এলাকার মৃত মোঃ ইউছুফের ছেলে মোঃ হামিদ প্রকাশ (৪০) কে আটক করা হয়। এছাড়া এক কেজি গাাঁজাসহ বিবি জান (৩৫) কে ও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ও গাঁজা বহন, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মাদকদ্রব্য আইনে আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথকভাবে দুটি নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর