জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি শোকর্যালি বের করা হয়। পরে বিজয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল, অধ্যক্ষ শরীফ সাদী প্রমুখ। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া রক্তদান কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও মরহুমের স্মৃতি বিজড়িত আজিমউদ্দিন হাইস্কুলে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল