নাটোরের সিংড়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফলে সাংবাদিক এমরান আলী রানা সভাপতি ও মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে এই নির্বাচন শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত সভাপতি এমরান আলী রানা জানান, শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে তিনি (এমরান আলী রানা-মোহনা টিভি) সভাপতি ও প্রভাষক মিজানুর রহমান (ভোরের দর্পণ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি লতিফ মাহমুদ(দৈনিক চাঁদনী বাজার), এসএম রাজু আহমেদ,(দৈনিক ইত্তেফাক) যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব (দৈনিক যায়যায়দিন), অর্থ সম্পাদক সৌরভ সোহরাব (আনন্দ টিভি), দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা (দৈনিক প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর), তথ্যও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা (দৈনিক জনতা),কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আলীরাজ (দৈনিক ইনকিলাব) ও আবদুল্লাহ আল মামুন (দৈনিক সানসাইন)।
নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত দৈনিক উত্তর বংগবার্তার প্রতিনিধি সোহেল তালুকদার চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। সিংড়া প্রেসক্লাবের মোট ২৪ জন সদস্যদের মধ্য ৪ জন অনুপস্থিত থাকায় ২০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৮/মাহবুব