সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে রাতের আধারে দুর্বৃত্তদের পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে মামলা করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারী সুজন ইসলাম বাদী হয়ে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম গোলাম মওলাসহ ১৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপে করে দুর্বৃত্তরা। এতে গ্রাম আদালত কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেয়ার টেবিলসহ পর্দার কাপড় পুড়ে যায়। এঘটনায় গ্রাম আদালত সহকারি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
অন্যদিকে, মামলার তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নির্বাচনে যাতে বিএনপি নেতা-কর্মীরা মাঠে থাকতে না পারে এ জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে বিএনপি-জামাতের নামে মিথ্যা মামলা করছেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল