জেলহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শনিবার সকালে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মরণে তাঁদের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি এড. আব্দুল লতিফ, কামরুল হুদা হেলালসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে বিকালে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল