মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরের গ্রামের বাড়ি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত তিনটার দিকে পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীর জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত প্রথমে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তিনটি আলমারীর তালা ভেঙে সেখান থেকে ৩১ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ লক্ষ টাকা, ৭টি দামী মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা কর্মীরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। ডাকাতির ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল