আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দিনাজপুরের দশমাইলে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, এই অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে ৩০ থেকে ৪০ হাজার বেকারের কর্মসংস্থান হবে। ৩’শ থেকে ৪’শ প্রতিষ্ঠান গড়ে উঠবে। শিল্প কারখানায় ভরপুর হয়ে উঠেবে দিনাজপুর।
শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও ভুট্টা বীজ বিতরণের উদ্বোধন ও প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বিএনপি-জামায়াতের আমলে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয়েছে। মন্ত্রী-এমপিসহ এপিএস পিএসদের কাছে ধরনা দিতে হয়েছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় সারের পিছনে কৃষক নয়, সেই সার এখন কৃষকদের বাড়ি বাড়ি ঘুরছে। বীজ সারের অভাব বলতে আর কিছুই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অভাবকে দূর করে কৃষকবান্ধব হিসেবে রূপ নিয়েছেন। শুধু তাই নয় বিনামূল্যে এখন কৃষকরা সার-বীজ পাচ্ছেন।
এছাড়া দিনাজপুর সদরে এই ১০ বছরে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন ও চলমান কাজ হয়েছে। এসব উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয় আনতে হবে।
চেহেলগাজী শিক্ষা নিকেতনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন ও উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪তলা নতুন ভবনের ভিত্তি প্রস্থরের স্থাপন শেষে তিনি তথ্যপ্রযুক্তির এ যুগে মানসম্মত শিক্ষা উন্নত করতেই আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করে বলেছেন, বিগত ১০ বছরে আওয়ামী লীগ দিনাজপুর সদর আসনে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, কম্পিউটার ল্যাবসহ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে তুলেছেন।
সদর উপজেলা প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, উপজেলা কৃষি অফিসার মো. আকলিমুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা ও উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন ভিত্তি প্রস্তর স্থাপনকালে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ আব্দুর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম