৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসুচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের পচয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, এ্যাড. আব্দুল মতিন, এ্যাড. রেজাউল করিম মন্টু, এ্যাড. আমানুল্লাহ্, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মুঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ রনি, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, তপন চক্রবর্তী, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর