বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, রেজাউল করিম বাদশা, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, পরিমল চন্দ্র দাস, তৌহিদুল আলম মামুন, এসএম শরাফত জামান পাশা, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, এসএম রফিকুল ইসলাম, আবু হাসান, আলী মুররাজি তরুন, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, মাসুদ রানা, আব্দুল মোমিন প্রমুখ।
সভায় জেলা বিএনপির অঙ্গ ও এর সহযোগী সংগঠনের নেতকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত