বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম আহমেদ জানান, উক্ত স্থানে মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেন। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
তিনি আরও জানান, নিহতের বয়স অনুমান ৩৫-৪০বছর হবে। সম্ভবত মহাসড়ক পারাপারকালে যানবাহনের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই কেবল তার মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। একইসঙ্গে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর