ফেনীতে আল আমিন ও মাহমুদুর রহমান মুন্না নামে দুই মোটর সাইকেল আরোহীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২৯,০০০ ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র্যাবের ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত