সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসসুদ্দিন অডিটোরিয়ামে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে আলোচনা সভায় সেদিনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, গাজী সোহরাব আলী সিএনসি, এ্যাড হোসেন আলী হাসান, অতির্ক্তি পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইখতেখার উদ্দিন শামিম, সেলিনা বেগম স্বপ্না এমপি সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত